মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে আরও একটি বিমান ভারতে পৌঁছেছে। শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসরে বিমানটি অবতরণ করে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এই দ্বিতীয়বারের মতো অবৈধ অভিবাসীদের নিয়ে মার্কিন বিমান ভারতে এসেছে। এবার মোট ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে।
শনিবার রাতে অবৈধ অভিবাসীদের নিয়ে
যুক্তরাষ্ট্র থেকে বিমান অমৃতসরে পৌঁছানোর আগে বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মান জানান, আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, "আমাদের নিজেদের লোকেরা দেশে ফিরছেন। তাদের যেন কোনো সমস্যা না হয়, সেদিকে আমরা খেয়াল রাখছি।"এই ১১৯ জন অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জন পাঞ্জাবের বাসিন্দা। এছাড়া হরিয়ানা থেকে ৩৩ জন, গুজরাত থেকে ৮ জন, উত্তরপ্রদেশ থেকে ৩ জন, গোয়া থেকে ২ জন, মহারাষ্ট্র থেকে ২ জন, রাজস্থান থেকে ২ জন, হিমাচল প্রদেশ থেকে ১ জন এবং জম্মু ও কাশ্মীর থেকে ১ জনকে ফেরত পাঠানো হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে তাদের দিল্লির উদ্দেশে পাঠানো হবে।
চলতি সপ্তাহেই তৃতীয় দফায় অবৈধ অভিবাসীদের নিয়ে আরও একটি বিমান ভারতে আসার কথা রয়েছে। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের সময় এবং বিমানে কোন রাজ্যের কতজন থাকবেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি ট্রাম্প প্রশাসন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের পাঠানো একটি সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া ও শিকল পরিয়ে নিয়ে আসা হয়েছিল। এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর সংসদে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব আইন অনুসারে অবৈধ অভিবাসীদের হাতকড়া ও শিকল পরায়।
এই বিতর্কের মধ্যেই শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করে একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভারতে ফিরেছেন।
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫