Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

তিন চরিত্রে হৃতিক রোশন, ফিরছেন প্রীতি-প্রিয়াঙ্কাও

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কৃষ ৪’-এ হৃতিক রোশনের সঙ্গে ফিরছেন রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় এবং প্রিয়াঙ্কা চোপড়া!


বলিউডের জনপ্রিয় সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ‘কৃষ ৪’-এ নতুন সব চমক যোগ করতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন হৃতিক রোশন ও তাঁর টিম।


ইতিমধ্যে নিশ্চিত হয়েছে, এই সিনেমায় হৃতিকের সঙ্গে ফিরবেন রেখা, প্রীতি জিনতা,

বিবেক ওবেরয়ের মতো তারকারা। আরও বড় খবর হলো, এবার ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়াও!


এই ফ্র্যাঞ্চাইজির আগের পর্বগুলোতে হৃতিক রোশন দুটি চরিত্রে অভিনয় করেছিলেন—বিজ্ঞানী রোহিত এবং সুপারহিরো কৃষ। কিন্তু ‘কৃষ ৪’-এ তিনি এবার তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবেন! রোহিত ও কৃষের পাশাপাশি তিনি এই সিনেমার মূল ভিলেনের ভূমিকায়ও থাকবেন। গল্পে থাকবে টাইম ট্রাভেল, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মিশেলে এক রোমাঞ্চকর অভিযানে যাবে দর্শকরা।


‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির আগের তিনটি পর্ব পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। তবে গত বছর তিনি পরিচালনা থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই এবার ‘কৃষ ৪’-এর হাল ধরেছেন স্বয়ং হৃতিক রোশন! এটি হবে তাঁর পরিচালনায় প্রথম সিনেমা।


নায়িকা হিসেবে এবারও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির আগের পর্বগুলোর মতোই প্রিয়া মেহরার চরিত্রে অভিনয় করবেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হৃতিক সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন এবং তাঁর অভিনয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পোর্টাল ‘পিঙ্কভিলা’র প্রতিবেদন অনুযায়ী, হৃতিকের পরিচালনায় কাজ করতে প্রিয়াঙ্কা বেশ উৎসাহিত। ‘কৃষ ৪’-এর গল্প ও হৃতিকের ভিশন শুনে তিনি মুগ্ধ হয়েছেন, তাই এই প্রজেক্টে যোগ দিতে তাঁর বেশি সময় লাগেনি।


‘কৃষ ৪’-এর শুটিং শুরু হতে চলেছে ২০২৬ সালের প্রথম দিকে। দর্শকদের জন্য নতুন এই অ্যাডভেঞ্চারে কী চমক অপেক্ষা করছে, তা নিয়ে এখন থেকেই কৌতুহল তুঙ্গে!


সব মিলিয়ে, হৃতিক রোশনের পরিচালনায় এবং তারকাবহুল কাস্ট নিয়ে ‘কৃষ ৪’ হয়ে উঠতে চলেছে বলিউডের অন্যতম বড় মুক্তির ইভেন্ট!

৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন