মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এলাকা পালি হিলে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। অভিনেতা প্রতি বছর এই অ্যাপার্টমেন্টগুলোর জন্য ২.৯০ কোটি রুপি ভাড়া দেবেন।
ডেটা অ্যানালিটিক্স ফার্ম জ্যাপকির তথ্য অনুযায়ী, গত ১৪ ফেব্রুয়ারি এই দুটি অ্যাপার্টমেন্টের চুক্তি সই করা হয়েছে। চুক্তি অনুসারে, অ্যাপার্টমেন্ট দুটি থেকে বছরে মোট ভাড়া
আসবে ২.৯ কোটি রুপি।মাসিক হিসাবে এই ভাড়া দাঁড়ায় ২৪.১৫ লক্ষ রুপি। খবর অনুযায়ী, এই অ্যাপার্টমেন্ট দুটি পরিচালক এবং অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের স্বামী জ্যাকি ভাগনানি এবং তার বড় বোন দীপশিখা দেশমুখের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, শাহরুখ ৩৬ মাসের জন্য জ্যাকি এবং দীপশিখার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে অ্যাপার্টমেন্ট দুটি ভাড়া নেওয়ার পেছনে শাহরুখের উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়।
কাজের ক্ষেত্রে, শাহরুখকে সর্বশেষ রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে দেখা গিয়েছিল। এছাড়া সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবিতে তিনি তার কন্যা সুহানার সঙ্গে জুটি বাঁধবেন।
‘কিং’ ছবিটির শুটিং ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত শাহরুখের বাংলো মান্নাত তার ভক্তদের কাছে স্বপ্নের বাড়ি হিসেবে পরিচিত। ২০০১ সালে শাহরুখ এই বাংলোটি ১৩.০১ কোটি রুপিতে কিনেছিলেন। বর্তমানে এই বাংলোর মূল্য প্রায় ২০০ কোটি রুপিরও বেশি বলে ধারণা করা হয়।
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫