Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সারাদেশ

তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ মে) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

তেলের ট্যাঙ্কার ভেতর ইঞ্জিন রুমে এই বিস্ফোরণের আরও একজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয়েছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ইঞ্জিন রুম প্রচণ্ড উত্তপ্ত থাকায় সেখানে ঢুকে উদ্ধারকাজ চালাতে পারছে না ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

ঘটনাস্থলে

থাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান জানান, তিন দিন আগে জ্বালানি তেল নিয়ে এমটি ইবাদি-১ নামে তেলের ট্যাঙ্কারটি বরিশালে পৌঁছে কীর্তনখোলা নদীতে নোঙর করে। আজ বিকেলে এখনকার মেঘনা ডিপোতে তেল খালাস করার কথা ছিল। বিকেল ৫টার দিকে ইঞ্জিন রুমে থাকা এয়ার কমপ্রেসার মেশিন চালু করার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এ সময় ইঞ্জিন রুমে থাকা ছয় জনের মধ্যে তিন জন বেরিয়ে এলেও দুজনের মৃত্যু ঘটে এবং একজন নিখোঁজ হন। নিহত দুজন হলেন চট্টগ্রামের বাবুল কান্তি দাস ও স্বাধীন হালদার।
বরিশালের কীর্তনখোলা নদীতে দুর্ঘটনাকিবলিত তেলের ট্যাঙ্কার। ছবি : এনটিভি

ট্যাঙ্কারটি বর্তমানে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে রয়েছে। ট্যাঙ্কারে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন