Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কোনো সংস্কার কার্যকর করা সম্ভব নয়। শনিবার (২৩ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।


তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে যত দেরি হবে, দেশবিরোধী ষড়যন্ত্র তত বাড়বে। যে স্বৈরাচারকে দেশের মানুষ জীবন দিয়ে, সংগ্রাম করে বিতাড়িত

করেছে, তারা বসে নেই। তারা তাদের দেশি-বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করছে।


তিনি আরও বলেন, "দেশে প্রকৃত সংস্কার তখনই সম্ভব, যখন নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় থাকবেন। প্রধান উপদেষ্টাসহ অনেকেই সংস্কারের কথা বলছেন। তবে প্রকৃতপক্ষে এগুলো বাস্তবায়ন কেবল নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার থাকলেই সম্ভব।"


রাজনীতির অবস্থা নিয়ে তারেক রহমান বলেন, "একটি রুগ্ন রাজনীতির দেশে সব প্রতিষ্ঠানই রুগ্ন হয়ে পড়ে। স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এগুলো পুনর্গঠিত করে জনগণের কল্যাণে কাজে লাগাতে হলে যোগ্য জনপ্রতিনিধি প্রয়োজন। বিএনপির লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।"


সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, "তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। ছাত্রসমাজের সঙ্গেও নেই। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমরা তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করব, কিন্তু তাদেরও সঠিক পথে এগিয়ে আসতে হবে।"


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।


সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শরীফুজ্জামান।


সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ছয় প্রার্থীকে ব্যালটের মাধ্যমে ভোট দেন ৮০৮ জন কাউন্সিলর।

২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন