দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রচারণা ছাড়া অন্য কোনো ধরনের সভা-সমাবেশের অনুমতি না দিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার আইজিপিকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৬-এর সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ
এতে বলা হয়, এই অবস্থায়, আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতীত অন্য কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতীত অন্য রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসির এমন নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেবে তার মন্ত্রণালয়।
২৬ দিন আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫