Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য ‘অগ্নিপরীক্ষা: জাহাঙ্গীর কবির নানক

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য ‘অগ্নিপরীক্ষা’ উল্লেখ করে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘চোখ-কান খোলা রাখতে হবে। মনে রাখতে হবে, আগামী নির্বাচন একটি অগ্নিপরীক্ষার নির্বাচন। সেই নির্বাচনে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেন, তাহলে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে বাংলাদেশ।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি

মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন নানক। গত ১৪ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেটটি পুড়ে যায়। ৬০ দিন পর মার্কেটটি পুনর্র্নিমাণের কাজ শুরু হলো।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের উন্নয়ন, আমাদের গণতন্ত্র আজ হুমকির মুখে। সবাইকে মনে রাখতে হবে, কী কারণে ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলা হলো। কীসের জন্য পুলিশ কনস্টেবলকে হত্যা করা হলো।’

বিএনপির অবরোধ জনগণের বিরুদ্ধে মন্তব্য করে তিনি বলেন, ‘কারা তাকে (নিহত পুলিশ সদস্যের সন্তানকে) পিতৃহারা করলো? শতশত পুলিশকে নির্মমভাবে আহত করলো? কীসের স্বার্থে? অবরোধ করছেন? কীসের অবরোধ? এই অবরোধ জনগণের বিরুদ্ধে।’

নানক আরও বলেন, ‘তারেক রহমান লন্ডনের প্রাসাদে থাকেন। তিনি ওখান থেকে লাদেনের মতো বক্তব্য দেন। তার লক্ষ্য হলো, আমি যে দেশে থাকতে পারি নাই, সেই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেবো না। তার লক্ষ্য, যে দেশে আমি থাকতে পারি না, সেই দেশকে স্থিতিশীল থাকতে দেবো না। তিনি চান, আমি যে দেশে শিক্ষা নিতে পারি নাই– ম্যাট্রিক পাস করতে পারি নাই, সেই দেশে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে দেবো না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদসহ স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন