Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন পাবেন না যারা

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

আগামী মে থেকে জুন তিন মাসের মধ্যে তিন ধাপে অনুষ্ঠিত হবে দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন। ইতোমধ্যে এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই মনোনয়নে আওয়ামী লীগের দুজন বর্তমান মেয়র মনোনয়ন পাননি। অথচ দুজন প্রার্থীই বেশ জনপ্রিয় এবং তাদের আলাদা একটা ভোট ব্যাঙ্ক আছে। কিন্তু শেষ পর্যন্ত তারা মনোনয়ন পাননি। ফলে আগামী জাতীয় নির্বাচনে

কারা মনোনয়ন পাবেন আর কারা পাবেন না সে ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, জাতীয় নির্বাচনের আগে এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনকে 'টেস্ট কেস' হিসেবে দেখা হচ্ছে। সেই বিবেচনায় আওয়ামী লীগ এবার মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে। ফলে আগামী নির্বাচন কারা মনোনয়ন পাবেন আর কারা পাবেন না তার একটি সুস্পষ্ট ফর্মুলা লক্ষ্য করা যাচ্ছে সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই ফর্মুলায় জাতীয় নির্বাচনে মনোনয়ন দেয়া হবে। আর সেজন্য পাঁচটি বিষয় বিবেচনা করা হবে। এই পাঁচটি বিষয় হল;

১. বিতর্কিত ব্যক্তি: যারা বিগত দিনগুলোতে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা আগামী নির্বাচন মনোনয়ন পাবেন না বলে জানান আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যরা। যারা বিভিন্ন সময় বিতর্কিত কর্মকান্ডে জড়িত ছিলেন যেমন; বরিশালের মেয়র সাদিক এবং গাজীপুরের মেয়র জাহাঙ্গীর তাদের বিতর্কিত কর্মকান্ডের জন্য এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে।

২. দুর্নীতির অভিযোগ: বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন পাবেন না এটা নিশ্চিত।

৩. দলের বিভক্তি সৃষ্টি: যারা দলের মধ্যে বিভক্তি করেছে তারাও আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হবেন বলে জানা গেছে।

৪. জনমত জরিপ: আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ মাঠ জরিপ পরিচালনা করছে। এ সমস্ত জরিপে যাদের ব্যাপারে নেতিবাচক প্রতিবেদন আসছে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না।

৫. পেশি শক্তির প্রভাব: যারা এলাকায় পেশি শক্তির প্রভাব খাটিয়ে বিভিন্ন সন্ত্রাসবাদ কার্যক্রম করছেন কিংবা যাদের বিরুদ্ধে পেশি শক্তির প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তারাও আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন পাবেন না।

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন