Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ভোটার হালনাগাদের পর দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন: উপদেষ্টা খালিদ

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসেন। এর আগে সরকার ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করবে বলে তিনি উল্লেখ করেন।


শনিবার (৩০ নভেম্বর) রাজধানীতে বাউফল ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


ধর্ম উপদেষ্টা বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের জন্য একটি দেশি-বিদেশি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তারই অংশ

হিসেবে ঘটানো হয়েছে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড।


শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের জন্য এক কোটি টাকা অনুদানের ঘোষণা দেন ড. খালিদ হোসেন।


তিনি আরও বলেন, "আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তবে দেশের জনগণ ধৈর্য ধরে এবং সহনশীলতার পরিচয় দিয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলা করেছেন। বাংলাদেশের মানুষ চক্রান্তকারীদের ফাঁদে পা দেননি।"


হজের খরচ বিষয়ে তিনি জানান, হজে যাওয়ার খরচ এক লাখ টাকা কমানো হবে। তবে সরকারি খরচে আর কেউ হজে যেতে পারবেন না।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল। তিনি বলেন, "জুলাই-আগস্টের সেই চেতনা যেন দেশের মানুষ ধরে রাখতে পারে।"


অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন