কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পর্যটক মোহাম্মদ শাহজাহান (৪০) চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার অঞ্চলের ট্যুরিস্ট পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।
স্থানীয়দের বরাতে পুলিশ সুপার শাহীন
পরে শাহজাহানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
১২ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫