Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সারাদেশ

বাজুসের নতুন সহ-সভাপতি মো.ইকবাল হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
১২ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো


 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য আবাসন ব্যবসায়ী,নানা সংগঠনের নেতৃত্ব দেয়া, জেসিএক্স ডেভেলপমেন্ট এর এমডি মো. ইকবাল হোসেন চৌধুরী ।


সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বাজুস কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন

কমিটি নির্বাচিত হয়েছে। মূলত আইনি বাধ্যবাধকতায় বিগত কমিটির কোনো সদস্য নির্বাচনে অংশ নিতে পারেননি। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রেসিডেন্ট পদে ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ১ জন,সহ-সভাপতি পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন এবং পরিচালক পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।


বাজুস নির্বাচন পরিচালনা পর্ষদ জানায়, উল্লিখিত পদগুলোর প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সংগঠনের বিধিমালা ২০২৫-এর ২৪(১) ধারা অনুসারে বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনের যোগ্য পদের সমান হওয়ায় মোট ৩৫ জন প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে বাজুসের আগামী দুই মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হলো। নির্বাচিত কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন। আগামী ১৫ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। 


মো.ইকবাল হোসেন চৌধুরী আবাসন খাত নিয়ে দীর্ঘদিন কাজ করছেন  তিনি বর্তমানে এর মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক যুদ্ধাবস্থায় দিশেহারা ব্যবসায়ীদের কথা নিয়ে ও সোচ্চার থাকেন। তিনি আবাসন খাতের একজন অভিজ্ঞ উদ্যোক্তা, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক।মনে করা হচ্ছে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

১২ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন