স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সকল নাগরিকের ৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এটি অক্ষুণ্ণ থাকবে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা উল্লেখ করেন, মাঝে মাঝে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। পূজা কমিটির মহাসচিব তাকে
জানিয়েছেন, পূজা কেন্দ্র করে কোনো ঘটনার সম্ভাবনা নেই। তিনি সকলের সহযোগিতা কামনা করেন, যেন বাংলাদেশের সকল মানুষ ৩৬৫ দিন নিরাপদে থাকতে পারে।জাহাঙ্গীর আলম বলেন, এবারের পূজার নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও র্যাবসহ অন্যান্য বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। যেসব স্থানে সশস্ত্র বাহিনীর সদস্য প্রয়োজন, সেখানে যথাযথভাবে মোতায়ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের পূজা খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং সকলের সহযোগিতা প্রয়োজন।
পূজার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশনাগুলো মানতে হবে। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই খবর পাওয়া যাবে, এজন্য জাতীয় টেলিকমিউনিকেশন সেন্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫