Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ২ পৌষ ১৪৩২

জাতীয়

শিল্প খাতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে: উপদেষ্টা সাখাওয়াত

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
# ফাইল ফটো



অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন যে দেশের শিল্প খাতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, বিশেষ করে তৈরি পোশাক খাতে। তিনি দাবি করেন, এই অস্থিরতা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে। পতিত সরকার ও তাদের সহযোগী কিছু বিদেশি শক্তি এসব সমস্যা সৃষ্টি করছে। পাশাপাশি কিছু সমস্যার কারণ শ্রমিকদের ভুল বোঝাবুঝি।


বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে

অনুষ্ঠিত ‘নাগরিক উৎসব’-এ এসব কথা বলেন তিনি। ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা বিষয়ক এই কর্মসূচির আয়োজন করে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)।


পোশাক খাতের অস্থিরতা নিয়ে এম সাখাওয়াত হোসেন আরও বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে সমস্যা তৈরি করছেন না; বরং তাদের দিয়ে সমস্যা সৃষ্টি করানো হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বিদেশি শক্তির ইন্ধনের বিষয়টি উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।


তিনটি জাতীয় নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, “নির্বাচনকে কীভাবে নষ্ট করতে হয়, তা শিখতে দেশের বাইরে পিএইচডি করার প্রয়োজন নেই। এসব নির্বাচন গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। এর পরিণতি ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংসের পথে।"


তিনি আরও বলেন, "বাংলাদেশের নির্বাচন এক সময় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতো। কিন্তু গত ১৫ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।"


আগামী নির্বাচনের প্রসঙ্গে এম সাখাওয়াত বলেন, "আগামী দিনে যে নির্বাচন হবে, তাতে অংশগ্রহণকারী সবাই আশা করি গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন। যদি না নেন, তবে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক।" তিনি নাগরিকদের ভোটাধিকার রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান, যাতে কারও ভোট ছিনতাই না হয়।

৪ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন