Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না: সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নিজের দায়িত্বকালে তিনি রাজনীতিতে নাক গলাবেন না এবং সেনাবাহিনীকে রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে দেবেন না। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এটাই আমার অঙ্গীকার।


সম্প্রতি সেনা সদরদপ্তরে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।


জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, সেনাবাহিনী বর্তমানে অন্তর্বর্তী সরকারের

সহযোগিতায় কাজ করছে। সরকার যে ধরণের সহায়তা চাইছে, সেনাবাহিনী তা-ই করছে এবং করবে। তিনি বলেন, “যেদিন অন্তর্বর্তী সরকার বলবে, ‘আপনাদের ধন্যবাদ, কাজ সম্পন্ন হয়েছে, এখন পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে,’ সেদিন আমরা আনন্দের সঙ্গে সেনানিবাসে ফিরে যাব।”


রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ না করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই। তাদের বিকল্প সেনাবাহিনী নয়।”


অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সেনাপ্রধান বলেন, “আমরা সরকারকে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছি। প্রধান উপদেষ্টা যেভাবে আমাদের সাহায্য চাইবেন, আমরা সেভাবেই সহযোগিতা করব। এতে আমাদের সাময়িক অসুবিধা হলেও আমরা দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”


নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “আমি আশাবাদী। আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে ভালো নেতৃত্ব রয়েছে। সংকটময় পরিস্থিতিতে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। এটি আমার অভিজ্ঞতা থেকে বলা।”


রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সমঝোতা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “এখনও আলোচনার মাধ্যমে সমঝোতার সুযোগ রয়েছে। এটি একটি সংস্কৃতির বিষয়, যা সবার বোঝা উচিত। আমি নৈরাশ্যবাদী নই।”


সূত্র: যুগান্তর

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন