Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জাতীয়

সীমান্তের ১৫০ গজে কৃষক ছাড়া অন্য কারও না ঢোকার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
# ফাইল ফটো




সীমান্তে শান্তি বজায় রাখতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজশাহী ও মালদা সেক্টরের সীমান্তের ১৫০ গজের মধ্যে শুধুমাত্র কৃষকদের প্রবেশের অনুমতি থাকবে।


বুধবার (২২ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিজিবি বিওপির সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। রাজশাহী

সেক্টরের বিজিবি কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং মালদা সেক্টরের বিএসএফ ডিআইজি অরুণ কুমার গৌতম বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।


বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বৈঠকের সিদ্ধান্তগুলো গণমাধ্যমে জানান। তার বিবৃতিতে বলা হয়, সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষকদের প্রবেশ ছাড়া অন্য কারো যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।


বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, সীমান্ত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, গুজব ছড়ানো থেকে বিরত থাকতে মিডিয়া সতর্ক থাকবে এবং স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত রাখতে উভয়পক্ষ কাজ করবে।


এই পদক্ষেপের মাধ্যমে সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

৭ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন