Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নির্বাচন পরিচালনায় সরকারের হস্তক্ষেপ আজ অব্দি পাইনি: সিইসি

ডেইলি বাংলাদেশ মিরর
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো


দেশে নির্বাচন পরিচালনা করতে গিয়ে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ পাননি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার (১৫ মে) জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি এমন দাবি করেন।

সিইসি বলেন, ‘আমরা আসার পর সরকারের সহযোগিতায় যে কয়টা নির্বাচন করেছি, সরকারের

হস্তক্ষেপ আজ অব্দি পাই নাই।’

জাতীয় নির্বাচনের দিকে সবার দৃষ্টি জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘পুলিশ প্রশাসনের যে ভূমিকা এখন পর্যন্ত পেয়েছি, এ ধরনের যদি একটা নিউট্রাল (নিরপেক্ষ) অবস্থানে উনারা থাকেন, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচনটা অনেক ভালোভাবে করা সম্ভব হবে।’

ভবিষ্যতে কী হবে সেটা নিশ্চিত করে বলতে পারছেন না জানিয়ে সিইসি বলেন, ‘ৃআমাদের তরফ থেকে চেষ্টা থাকবে সরকারের ওপর আমাদের যে চাপটা থাকবে, যদি সরকার বলতে নির্বাচনটা যদি প্রভাবিত হয়ে যায় ব্যাপকভাবে এবং সেই তথ্য যদি আমাদের কাছে এসে পরে মিডিয়ার মাধ্যমে, পার্সোনাল ফেসবুক নয়; জাতীয় যে প্রিন্ট পত্রিকাগুলো আছে, আমরা সেগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করব। ইলেকট্রনিক মিডিয়া; আমরা সঙ্গে সঙ্গে চ্যানেল দেখি। এগুলোর মাধ্যমে ঐক্যমত্য হয়েছে নেগেটিভ যে আচরণ ওর ওপরে ভিত্তি করে কমিশন যথাযথ পদক্ষেপ নেবে। এটা আমরা আশ্বস্ত করতে পারি।’

সাংবাদিক নীতিমালায় বিধিনিষেধ নিয়ে সাংবাদিকদের পরে চিন্তা করার পরামর্শ দিয়ে ভোট আয়োজনকারী সংস্থাটির প্রধান বলেন, ‘এমবার্গো নিয়ে পরে চিন্তা করেন। আমি সেদিনও বলেছি। মিডিয়ার কর্মীরা যারা যাবেন তাদের বাধা দেবেন না।

‘স্বচ্ছতার বিষয়ে আমরা তথ্য আপনাদের কাছ থেকে পাব না? স্বচ্ছতার বিষয়ে তথ্য মিডিয়ার কাছ থেকেই পাব। স্পষ্ট করে এই কথাটা গাজীপুরে বলেছি।’


১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন