Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাতীয়

সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্ট আবেদন স্থগিত করেছে। হত্যা মামলার আসামি হয়ে আত্মগোপনে থাকার পর তার আবেদনটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনও স্থগিত করা হয়েছে।


রোববার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


এর আগে, আত্মগোপনে থাকা অবস্থায় শিরিন শারমিনের পাসপোর্ট

আবেদন নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন। প্রতিবেদনে বলা হয়, হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থায় শিরিন শারমিনের ফিঙ্গারপ্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়া হয়েছে।


এ ঘটনায় পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা জড়িত ছিলেন বলে জানা গেছে। যদিও পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেননি, তবুও কিছু মামলার আসামি নেতা অনৈতিক সুবিধায় পাসপোর্ট পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।


গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন