Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে বিইআরসি, সরকার না

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এখন থেকে সরকার নয়, বরং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে। বিইআরসি-র মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।


রবিবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।


ফাওজুল কবির উল্লেখ করেন, বিগত সরকার

জ্বালানির বিষয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাদের সময়ে গ্যাস অনুসন্ধানে তেমন কোনো উদ্যোগ ছিল না। বরং তারা বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য জরুরি কারণ এবং বাড়তি চাহিদা দেখিয়ে পদক্ষেপ নিয়েছে।


তিনি আরও জানান, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে কোনো আপত্তি নেই, তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে তা দরপত্রের মাধ্যমে করতে হবে। নির্বাচিত সরকার নেই, তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। মন্ত্রণালয়ে এখন কোনো নির্ধারিত বিডার নেই।


অনেকের বিভিন্ন দাবির ভিত্তিতে আন্দোলনের সমালোচনা করে ফাওজুল কবির বলেন, দাবির মৌসুম চলছে, ধান কাটার মৌসুমের মতো। তবে সবার দাবি মেনে নেওয়া সম্ভব নয়। এ সরকারকে দুর্বল ভাবলে বড় ভুল হবে।

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন