Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের আরো দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।


সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড

চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানিতে অংশ নেন। তিনি বলেন, "এই আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনগণ তাকে আটকায়। তিনি কয়েক লাখ টাকার বিনিময়ে দেশ ছাড়ার চেষ্টা করেন। যারা তাকে দেশত্যাগে সহযোগিতা করার কথা ছিল, তারা দুর্ভাগ্যজনকভাবে সেই টাকা নিয়ে পালিয়ে যায়। তাকে হাফপ্যান্ট পরা ও কলাপাতার ওপর শুয়ে থাকা অবস্থায় জঙ্গলে পাওয়া যায়। মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগ তদন্তে তার জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছেন। তার সর্বোচ্চ রিমান্ড প্রত্যাশা করছি।" তবে আদালতে আসামি মানিকের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।


মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশান থানার অধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেন আবু যর শেখ। এ সময় আসামিদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে গুলশানের মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা মোছা. ছবি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন