Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো ব্যারিস্টার সুমনকে

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো



যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এর আগে পাঁচ দিনের রিমান্ড

শেষে সুমনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পক্ষে তার আইনজীবীরা জামিনের জন্য আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


গত ২১ অক্টোবর রাতের দিকে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২২ অক্টোবর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই হৃদয় জুমার নামাজ শেষে মিরপুর-১০ নম্বরে এক সমাবেশে যোগ দিলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ককটেল বোমা নিক্ষেপ ও গুলি চালায়। এতে হৃদয় গুলিবিদ্ধ হন। তিনি হবিগঞ্জের মাধবপুরের ১০ নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি। এ ঘটনায় তিনি গত ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন, যেখানে ব্যারিস্টার সুমন ৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

২৮ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন