মেসির ১৭০ পয়েন্টের সবচেয়ে কাছাকাছি ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ; যদিও এখন পর্যন্ত একবারও বর্ষসেরা প্লে-মেকারের পুরস্কারটি জিততে পারেননি মদ্রিচ।
২০২২ সাল লিওনেল মেসির জন্য ছিল স্বপ্নের মত একটি বছর। ক্যারিয়ারে অসাধারণ সব অর্জন থাকলেও বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফিটি অধরাই ছিল আর্জেন্টাইন সুপারস্টারের কাছে। তবে
শুধু কাতার বিশ্বকাপেই নয়, নিজ ক্লাব পিএসজির হয়েও গত বছর দ্যুতি ছড়িয়েছেন এলএমটেন। ২০২২ সালে জাতীয় দল ও ক্লাব পর্যায়ে ৩০টি এসিস্ট ও মোট ১০২টি কী-পাস করে সমর্থকদের নজর কেড়েছেন তিনি। ফলে অন্য বড় বড় তারকাকে পেছনে ফেলে সর্বোচ্চ ১৭০ পয়েন্ট নিয়ে ২০২২ বর্ষসেরা প্লে-মেকারের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন জাদুকর।
লিওনেল মেসি ছাড়াও কেভিন ডি ব্রুইনা, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ এবং আন্তোনিও গ্রিজমানের মত তারকা ফুটবলাররা ছিলেন সংক্ষিপ্ত তালিকায়। তবে মেসির ১৭০ পয়েন্টের সবচেয়ে কাছাকাছি ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ।
মেসি রেকর্ড পাঁচবার পুরস্কারটি জিতলেও এখনো বর্ষসেরা প্লে-মেকারের পুরস্কারটি জিততে পারেননি মদ্রিচ। তবে মেসির এ কীর্তির কাছাকাছি আছেন তারই সাবেক বার্সেলোনা সতীর্থ জাভি। মোট চারবার বর্ষসেরা প্লে-মেকারের পুরস্কারটি জিতেছেন স্প্যানিশ এ ফুটবল তারকা। অন্যদিকে বার্সেলোনার সাবেক ফুটবলার ইনিয়েস্তা ও ম্যানচেস্টার সিটির ফুটবলার কেভিন ডি ব্রুইনা দুইবার করে পুরস্কারটি জিতেছেন। মজার ব্যাপার হচ্ছে, মেসি থেকে শুরু করে কেভিন ডি ব্রুইনা, এরা সকলেই কোচ পেপ গার্দিওলার শিষ্য ছিলেন।
২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার আইএফএফএইচএস এর বর্ষসেরা প্লে-মেকারের খেতাব জিতেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। অন্যদিকে ২০১৫ থেকে ২০১৭ এবং ২০১৯ সালে মোট চারটি আইএফএফএইচএস এর বর্ষসেরা প্লে-মেকারের খেতাব জিতেছিলেন মেসি।
১২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫