Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

প্রত্যেকের বিয়ে হয়ে বাচ্চা হচ্ছে, আর আমি!

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

টালিউডের লাভ বার্ডস বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছবি আর রিল শেয়ার করেন তারকা কাপল। 


সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বনি-কৌশানী। সেখান থেকেও বনির সঙ্গে বেশ কিছু গ্ল্যামারাস ছবি শেয়ার করেন কৌশানী। তবে বছরের শুরুতে অ্যানিমেল ছবির ট্রেন্ডিং গান জামাল কুদুর তালে একটা মজার রিল শেয়ার করেছেন। যেখানে সবার নজর কেড়েছে তার ক্যাপশন। 


কৌশানী

লিখেছেন, 'প্রত্যেকের বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে আর আমার তো ছেলেবেলাটাই যেন কাটতে চাইছে না। মন থেকে ছোট থাকলেই ভালো থাকা যায়। বন্ধুদের সঙ্গে ছোটবেলায় খেলার সেই মুহূর্তগুলো খুব মনে পড়ছে।'


যে রিলটি কৌশানী শেয়ার করেছেন সেখানে তারকা তকমা ঘুচিয়ে একেবারে মেয়েবেলার খেলার মুডে দেখা যাচ্ছে। কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে একটু নিজের মতো করে ছোটবেলায় ফিরে গেছেন। 


কৌশানীকে শেষ দেখা গেছে রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ আবার প্রলয়ে। ওটিটিতে তার অভিনয় দাগ কেটেছে প্রতিটি দর্শকের মনে।

১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন