Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে ১৪ মামলার আসামি খুন

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ হাসেম বাগ এলাকায় প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে ১৪ মামলার এক আসামি খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলা বাজার এলাকার প্রধান বাড়ির এবাদুল হকের ছেলে আফজাল (৪২)।

স্থানীয়রা

জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী আফজালকে রাস্তা থেকে হাসেমবাগ এলাকায় ধরে নিয়ে যায়। পরে সেখানে আফজালকে তারা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার স্বজনরা সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, নিহত আফজাল বেশ কয়েক দিন আগে বাশমুলি এলাকার আরেক সন্ত্রাসী রাসেলের ভাই রাশেদকে কুপিয়ে মারাত্মক জখম করেছিল। রাশেদ সুস্থ হয়ে বাসায় ফিরলে তার গ্রুপের লোকজন নিয়ে আফজালকে এলোপাতাড়ি কুপিয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহত আফজালের বিরুদ্ধে থানায় ১৪টির মতো মামলা আছে। তাকে যারা খুন করেছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন