Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

‘প্রশাসনে ক্যাডার শব্দটি বাদ দিয়ে সিভিল সার্ভিস করার প্রস্তাব দেওয়া হবে’

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে। কমিশন ক্যাডার, জেলাপ্রশাসক প্রভৃতি শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশ করবে। পাশাপাশি, সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত রাখার প্রস্তাবও তাদের রয়েছে।


রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এসব তথ্য জানান।


তিনি

বলেন, "আমলারাই আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।" তিনি আরও জানান যে, সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হন বা রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করেন, সেই বিষয়ে কমিশন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।


জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান জানান, এসি ল্যান্ড ও রেজিস্ট্রি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে এবং সেখানে এখনও ঘুষ দেওয়া-নেওয়া চলছে। কমিশন দেশের বিভিন্ন জেলায় সরকারি অফিসে জনগণের সেবা কেমন হওয়া উচিত, সে বিষয়ে অভিজ্ঞতা জানতে গণশুনানি করছে। জনগণের মতামত এবং চাওয়ার ভিত্তিতে প্রশাসনের পরিবর্তনের সুপারিশ করা হবে। কমিশন নির্ধারিত সময়, ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেবে।


ড. মোখলেস উর রহমান আরও বলেন, "প্রশাসনে ক্যাডার শব্দটি পুরোপুরি বাদ দিয়ে সিভিল সার্ভিস করার প্রস্তাব দেওয়া হবে।" এসি ল্যান্ড ও রেজিস্ট্রি অফিসের দুর্নীতি দূর করার জন্য কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হবে। তিনি উল্লেখ করেন, জনগণের চাহিদা অনুযায়ী পরিবর্তন আনতেই এই সরকার কাজ করছে। সরকারি কর্মকর্তাদের অনিয়মের জন্যও কিছু দায় রয়েছে। ভবিষ্যতে আরও পরিবর্তন দেখা যাবে।

১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন