সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সফর থেকে ইতিবাচক ফল আসবে বলে আশা প্রকাশ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, “দাভোসে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এমডি ও সিইও আসেন। সেখানে সরকার প্রধানদের
সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ছোট ছোট বৈঠকেও গুরুত্বপূর্ণ চুক্তি হয়। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে প্রায় ১০ জন হেড অব গভর্নমেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।”তিনি আরও জানান, আন্তর্জাতিক বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছে। “তাদের সিইওরা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আমরা বারবার বলছি, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে।”
প্রেস সচিব বলেন, “যুক্তরাষ্ট্র, জার্মানি, তুরস্ক, এবং চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করছেন অধ্যাপক ইউনূস। তিনি তাদের বলেছেন, বাংলাদেশের যুবসমাজ দিয়ে সহজেই দেশটিকে একটি রপ্তানি হাবে পরিণত করা সম্ভব। আশা করছি, দাভোস সফর থেকে গুরুত্বপূর্ণ ফলাফল পাওয়া যাবে।”
এরই মধ্যে অধ্যাপক ইউনূস বৈঠক করেছেন জার্মানির ফেডারেল মন্ত্রী উলফগ্যাং শ্মিট, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটার্ন সিনাওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস, দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি, জলবায়ু বিষয়ক মার্কিন দূত জন কেরি এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে।
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫