Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

প্রাথমিকে দ্রুত শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।


শনিবার (১৫ মার্চ) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়নসংক্রান্ত এক দিনের প্রশিক্ষণ

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, "আমাদের চিন্তা হলো দ্রুত শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করা। বর্তমানে এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আশা করি, এতে শিক্ষা খাতের কিছু ঘাটতি পূরণ হবে।"


গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, "সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি স্বচ্ছতার মধ্যে নিয়ে আসতে কাজ করছে। এরই মধ্যে বদলির প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসা হয়েছে, যা শিক্ষকদের জন্য সুবিধাজনক হবে। এ ছাড়া, অনলাইন পদ্ধতির মাধ্যমে সরকারেরও পরিপূর্ণ ধারণা থাকবে কোন জেলায় বা উপজেলায় কী পরিমাণ জনবল নিয়োজিত আছে। শিক্ষক ও কর্মকর্তাদের মনে রাখতে হবে, আমাদের সব কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।"


বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, "শিক্ষকেরা শিক্ষা দেবেন আর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবেন। আর আমাদের প্রধান কাজ হলো তাদের সহযোগিতা করা। শিক্ষার্থীরা যাতে মাতৃভাষায় কথা বলার পাশাপাশি ইংরেজি ভাষা শিখতে পারে, পড়তে ও লিখতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া, একটি শিশু যাতে প্রাথমিকভাবে অঙ্কে পারদর্শী হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।"


পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন