বান্দরবানের রুমায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ তিনজনকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অপহরণের বিষয়টি স্বীকার করেছে।
অপহৃতরা হলেন- সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলোয়ার হোসেন (৫৪), ট্রাকচালক মো. মামুন
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রগুলো জানায়, রুমা উপজেলার বগালেক-ক্যাওক্রাডং সড়কের নির্মাণ কাজের এলাকা থেকে অস্ত্রের মুখে তিনজনকে অপহরণ করেছে কেএনএফ। অপহরণের বিষয়টি স্বীকার করেছে সশস্ত্র সংগঠনটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নির্মাণ কাজের এলাকা থেকে অপহরণের খবর পেয়েছি। তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে কেউ এখনো কোনো অভিযোগ করেননি।
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫