Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী  পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তারা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।


আজ রবিবার, ঢাকা আদালতে সিনিয়র জুডিশিয়াল

ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালত আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।


এ মামলার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "এদিন মামলাটি চার্জশুনানির জন্য ছিল। তবে অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষ থেকেও সময়ের আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত তা নামঞ্জুর করেন এবং তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন।"


নাসির উদ্দিন ২০২২ সালের ৬ জুলাই মামলাটি দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকার পরিদর্শক মো. মনির হোসেন, আদালতে প্রতিবেদন দাখিল করেন এবং পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করেন।


এজাহারে বলা হয়েছে, পরীমনি ও তার সহযোগীরা বিভিন্ন ক্লাবে অ্যালকোহল পান করে এবং কখনো কখনো পার্সেল নিয়ে মূল্য পরিশোধ না করায় সমস্যায় পড়েন। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমনি সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন। বাদী নাসির উদ্দিন এবং তার সহযোগী শাহ শহিদুল আলম যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি নাসির উদ্দিনকে ডাকেন এবং কিছু সময় তার সঙ্গে বসার অনুরোধ করেন। এক পর্যায়ে পরীমণি নাসির উদ্দিনকে অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন।


বাদী রাজি না হলে, পরীমনি তাকে গালি দেন এবং একপর্যায়ে সারভিং গ্লাস ও মোবাইল ফোন নাসির উদ্দিনের দিকে ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথা ও বুকে আঘাত পান। পরীমনি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দেন এবং ভাঙচুর করেন।


এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন