Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

অপেশাদার আচরণ ও বেআইনি কাজ থেকে বিরত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




রাজশাহীতে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।


অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম এবং সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঁঞা, বিপিএম-সেবা।


নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেন, থানায় আসা মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি জুলাই ও আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সৃষ্ট নতুন চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত রাখার পরামর্শ দেন। এছাড়া, তিনি নবীন কর্মকর্তাদের কোনো দলের আজ্ঞাবহ হয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন বা অন্যায্য নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।


তিনি আরও বলেন, বাংলাদেশ রাষ্ট্র সকল নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তিনি নবীন কর্মকর্তাদের সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকল নাগরিককে আইন অনুযায়ী তাদের প্রাপ্য সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মকর্তারা সুপ্রশিক্ষিত, মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে মাঠ পর্যায়ে সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবায় আত্মনিয়োগ করতে যাচ্ছেন। তিনি তাদের নতুন কর্মজীবনে স্বাগত জানান এবং শুভকামনা প্রকাশ করেন।


অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন