ভারতের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। টিভি সিরিয়াল এবং বিগবসের মাধ্যমে ব্যাপক দর্শকজনপ্রিয়তা অর্জন করেন তিনি। বর্তমানে বলিউডেও কাজ করেছেন এই অভিনেত্রী।
পবিত্র রমজান মাসে সম্প্রতি নিজের পরিবারকে সঙ্গে গিয়ে প্রথমবার ওমরাহ করতে মদিনায় গিয়েছেন হিনা।
আর সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় স্থানের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও পোস্ট করে কটাক্ষের মুখে পড়েছেন ‘হ্যাক্ড’
ইতোমধ্যেই অভিনেত্রীর কমেন্টবক্সে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। একজন লিখেছেন, এই জন্য ওমরাহ করতে গিয়েছেন, লজ্জা হওয়া উচিত আপনার। অনেকেই আবার মন্তব্য করেন, ‘এটা কি বিজনেস ট্রিপ? যার জন্য গিয়েছেন সেই পুণ্য মিলবে তো!
আরেক নেটিজেন লেখেন, মালদ্বীপ, লন্ডন, সুইজ়ারল্যান্ড, মক্কা-মদিনা, বৈষ্ণবদেবী সবটাই ফোটোশুটের আখড়া হয়ে গিয়েছে। কটাক্ষের মুখে পড়ে রীতিমতো তার কমেন্টবক্স বন্ধ করে দিতে বাধ্য হন হিনা।
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫