নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। সে যে দলেরই হোক।
শুক্রবার (০৯ মে) বরিশালের হিজলা উপজেলার মৌলিভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ'র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ড. এম
সাখাওয়াত হোসেন জানান, যারা নদীর বালু নিয়ম না মেনে উত্তোলন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সে কোন দল করে তা কোনো বিষয় না। আমি প্রশাসন ও পুলিশকে বলে দিয়েছি।তিনি বলেন, গত ১৫ বছরে কোনো উন্নয়ন হয়নি। এখন যখন উন্নয়নের জন্য কাজ করতে যাওয়া হয় তখনই একের পর এক বাধা আসে।
তিনি আরও জানায়, হিজলার মৌলভীরহাট লঞ্চঘাটের এই মেঘনার শাখা নদীটি খুবই গুরুত্বপূর্ণ রুট। কিন্তু চর পড়ে এটি নৌ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর আগে এটি ড্রেজিংয়ের উদ্যোগ নিলে স্থানীয় সুবিধাবাদী একটি অংশ বাধা দিতো। এখন আর কোনো বাধায় কাজ হবে না, যেখানে বেশি মানুষের উপকার হবে সেখানে ড্রেজিংয়ের কাজ চলবে।
উপদেষ্টা বলেন, মীরগঞ্জ সেতুর বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। আজ এলাকা পরিদর্শন করে যাবো। এই সেতু বাস্তবায়ন হলে এলাকাবাসীর বহুদিনের দুর্ভোগ লাঘব হবে।
১৬ ঘন্টা আগে শনিবার, মে ১০, ২০২৫