Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

ন্যায্যমূল্যের বাজার নিশ্চিত করতে কুমিল্লা জেলা প্রশাসনের সহায়তায় সেনাবাহিনীর অভিযান

স্টাফ রিপোর্টার:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো





পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের সহায়তায় কুমিল্লা সদর উপজেলায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে। 


রোববার বার (২ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চকবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়, যেখানে সেনাবাহিনীর টহল দল, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ বাহিনী একযোগে অংশ নেয়।


অভিযান চলাকালে বাজারের

বিভিন্ন দোকানে বিক্রিত পণ্যের মূল্যতালিকা ও ক্রয় ভাউচার যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির বিষয়ে সতর্কতা জারি করা হয় এবং নিশ্চিত করা হয় যে, ক্রেতারা নির্ধারিত মূল্যে পণ্য সংগ্রহ করতে পারছেন। অভিযান চলাকালে কোনো অতিরিক্ত দাম নেওয়া বা ভোক্তা হয়রানির অভিযোগ পাওয়া যায়নি।


জেলা ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীর টহল দল দোকানদারদের সতর্ক করে দেন যে, ভবিষ্যতে কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্য লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর এই পদক্ষেপ জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


জেলা প্রশাসনের এই উদ্যোগে সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করায় ভোক্তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার জন্য এমন যৌথ অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন