Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নতুন করে দেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান ফখরুলের

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে দেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। শেষ পর্যন্ত ছাত্র-জনতার

লড়াইয়ে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে।


মাহফুজ উল্লাহ বাংলাদেশে সাংবাদিকদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মাহফুজ উল্লাহ আমার খুব কাছের মানুষ ছিলেন। যতদিন বেঁচে ছিলেন, তিনি আমার সব কাজে সহযোগিতা করেছেন। আমি খুব খুশি হয়েছি যে মাহফুজ উল্লাহ অন্তত মরণোত্তর সংবর্ধনা পেলেন। তিনি সত্যিকার অর্থেই একজন গুণী, মেধাবী ও দেশপ্রেমিক ছিলেন।


বিএনপি মহাসচিব আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর এবং ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি অনেক কাজ করেছেন। তখন সব দলকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি অসাধারণ প্রচেষ্টা চালিয়েছিলেন। তার সেই প্রচেষ্টার ফলেই বাম-ডান সবাই এক জায়গায় আসতে পেরেছিল। তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি নিরলসভাবে কাজ করেছেন।


তিনি বলেন, আজ আমরা সবাই আশাবাদী যে ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে বিদায় নিয়েছে। আজ আমরা নতুন আশার আলো দেখতে পেয়েছি। আমরা নতুন করে বাংলাদেশ গড়ে তুলব। এজন্য সবাইকে আরও বেশি আন্তরিক হতে হবে।


স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন প্রয়াত মাহফুজ উল্লাহর বড় ভাই মাহবুব উল্লাহ, বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আলোকচিত্রী শহিদুল আলম। এছাড়া মাহফুজ উল্লাহর স্ত্রী ও তিন সন্তানও সভায় উপস্থিত ছিলেন।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন