কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম শামীমের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:)মোহাম্মদ আলী সুমন ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।
শনিবার রাতে পৌর এলাকার নিউমার্কেট, পুরাতন বাজার, কাঁচা বাজার ও সরকারি হাসপাতাল এলাকায় তারা নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
উন্নয়নের ধারা
এ সময় দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম ওমানী, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকির,দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউসার অনিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫