নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস গত মার্চ ২২ নিউ ইয়র্কের এডালফাই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তাঁর পরিদর্শনকালে এডালফাই বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ক্রিস্টিন এম. রিওডন এবং গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নাসিং-এর পক্ষে প্রফেসর ইউনূস স্ব-স্ব কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনয়নে আনুষ্ঠানিক সহযোগিতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে
একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।তাঁর পরিদর্শনকালে প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কমিউনিটি সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা দেন।
তাঁর বক্তব্যে তিনি সত্যিকার মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন সভ্যতা গড়ে তোলা এবং এই নতুন সভ্যতায় উত্তরণে তরুণ সমাজের কেন্দ্রীয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে ১৮৯৬ সালে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এডালফাই বিশ্ববিদ্যালয় তার জন্মলগ্ন থেকে সামাজিক দায়িত্ব ও বৈশ্বিক নাগরিকত্বের আদর্শে কাজ করা সহ গত ১২৫ বছর ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫