Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নির্বাচনের আগে এখন আর কোনো নতুন রাস্তা করতে চাই না : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

সেতুমন্ত্রী  ওবায়দুল বলেন, “আমি ডিসি সাহেবদের গুরুত্ব দিয়ে বলেছি, এখন আর কোনো নতুন রাস্তা করতে চাই না। আগামী নির্বাচনের আগে যে রাস্তাগুলো রয়েছে সেগুলোই মেরামত করতে চাই।"

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সারাদেশের কোথাও নতুন কোনো সড়ক না করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের

দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে মতবিনিময়কালে এমন নির্দেশনা দেন তিনি। পরে সংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

ওবায়দুল কাদের বলেন, "আমি ডিসি সাহেবদের গুরুত্ব দিয়ে বলেছি, এখন আর কোনো নতুন রাস্তা করতে চাই না। আগামী নির্বাচনের আগে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো মেরামত করতে চাই। ব্যবহার যোগ্য করতে চাই। যেগুলো আছে সেগুলো মেরামত করা, সংরক্ষণ করা আমাদের প্রথম ও প্রধান কাজ।"

তিনি বলেন, "ছোট ছোট যান যেমন- মোটরসাইকেল, ঢাকা শহরে অনেক নিয়ন্ত্রণে আনতে পেরেছি আমরা। ঢাকায় চালক ও আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করছে। কিন্তু মফস্বলে মোটরসাইকেলে কারও মাথায় হেলমেট থাকে না। এ বিষয়গুলো দেখার জন্য বলেছি।"

এদিকে, রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে জেলা প্রশাসকদের শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ নির্দেশ দেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী।

নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, "নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবেন। তারা সরকারের হাত। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।"

দেশে চালের সর্বকালের সর্বোচ্চ মজুত আছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে দুর্ভিক্ষ হবে না; হওয়ার কোনো সুযোগ নেই।

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

চালের এত মজুত তবুও দাম কমছে না কেনো, জানতে চাইলে মন্ত্রী বলেন, "চালের দাম যাদের জন্য অসহনীয় তাদের জন্য ওএমএস, খাদ্যবান্ধব ভিজিডি, ভিজিএফ আছে। অতএব শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবাই ভালো আছে। তবে খাদ্যের অপচয় যেন রোধ হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।"

দেশে অন্যান্য সময়ের তুলনায় কৃষি উৎপাদন চারগুণ বেড়েছে বলে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, "বর্তমানে ধান, গম, ভুট্টাসহ ৪ কোটি ৭০ লাখ টন খাদ্য উৎপাদন করছি। স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের খাদ্য উৎপাদন ছিল ১ কোটি ১০ লাখ টন, যা বর্তমানে চারগুণ বেড়েছে।"

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মন্ত্রী আরও বলেন, "আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন আমাদের চ্যালেঞ্জ, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। দেশের মানুষ পুষ্টিকর খাবার খেতে পারে না। তবে সবকিছুরই উৎপাদন বেড়েছে।"

২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন