Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে হবে: আমির খসরু

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে সোমবার, মে ১২, ২০২৫
# ফাইল ফটো



বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।


শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষষ্ঠ জাতীয় কাউন্সিলে অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।


আমির খসরু বলেন, গত ১৫ বছর ধরে

দেশে প্রকৃত গণতন্ত্র অনুপস্থিত। এখন সময় এসেছে দেশের মানুষকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।


তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে। মানুষ এখন আগামীর বাংলাদেশের কথা ভাবছে, যা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। এজন্য ঐক্যবদ্ধ থেকে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।


তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছর ধরে জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার মানুষের ভোটাধিকার থেকে তাদের বঞ্চিত করেছে। এখন সময় এসেছে ভোটাধিকার পুনরুদ্ধার করে জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দেওয়ার।


আমির খসরু অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিষ্ঠান ও অবকাঠামো ধ্বংস করেছে। রাজনৈতিক অবকাঠামোও দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একতাবদ্ধ হয়ে সংস্কারমূলক কাজ করতে হবে।

১৮ দিন আগে সোমবার, মে ১২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন