Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ইইউ দূতের সঙ্গে নির্বাচনকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে: খসরু

ডেস্ক রিপোর্ট:
১১ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে আগামী নির্বাচন ও অর্থনৈতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।


তিনি বলেন, দেশে-বিদেশে সবাই একটি বিষয় নিয়ে চিন্তিত যে, কখন নির্বাচন হবে এবং কখন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। বর্তমানে দেশে একটি সরকার থাকলেও গণতান্ত্রিক ব্যবস্থা এখনো

পুনরুদ্ধার হয়নি। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারই স্থায়ী হতে পারে না, যা আমরা এখন প্রত্যক্ষ করছি।


বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে মিলারের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত হয়।


আমির খসরু বলেন, সবাই চায় জনগণের সমর্থনে একটি সরকার ও সংসদ গঠিত হোক, যা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এমন সরকার গঠিত হলে দেশের অনেক সমস্যার সমাধান সম্ভব হবে। এজন্যই আলোচনায় এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।


নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সবাই ধরে নিয়েছে যে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। অনেকের মতে ডিসেম্বরও অনেক দেরি, তবে ডিসেম্বরকেই চূড়ান্ত সময় হিসেবে ধরা হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো, কারণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সংস্কারের বিষয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলো নিয়েও আলোচনা হয়েছে।


সংস্কারের বিষয়ে তিনি বলেন, যেসব বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত হবে, সেগুলোকে এগিয়ে নেওয়া হবে। আর যেসব বিষয়ে মতপার্থক্য থাকবে, সেগুলো আগামী নির্বাচনে জনগণের কাছে উপস্থাপন করা হবে। এরপর সংসদে আলোচনা ও বিতর্কের মাধ্যমে সেগুলোর সমাধান খোঁজা হবে।


ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রপ্তানির একটি বড় বাজার উল্লেখ করে তিনি বলেন, সেখানে আগামী দিনে কী হবে, বিএনপির পরিকল্পনা কী, এসব বিষয়েও আলোচনা হয়েছে।


আগামী রোববার বিএনপির সংস্কারের প্রস্তাবের মতামত ঐক্যমত কমিশনের কাছে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

১১ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন