Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন ?

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

 আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের পর নতুন রাষ্ট্রপতি কে হবে, এটি আওয়ামী লীগের ভেতরে আলোচনার সবচেয়ে প্রধান বিষয়ে পরিণত হয়েছে। কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগ ছিলো চমকহীন। কিন্তু রাষ্ট্রপতি পরিবর্তন করতে হবে, নতুন রাষ্ট্রপতি দিতেই হবে। কারণ, সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতি পরপর দু'বারের বেশি স্বপদে বহাল থাকতে পারে না। এরকম বিবেচনায় আবদুল হামিদের রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হয়ে

যাচ্ছে এপ্রিলে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগকে নতুন রাষ্ট্রপতি মনোনয়ন চূড়ান্ত করতে হবে। রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষেত্রেও আওয়ামী লীগ কোনো চমক সৃষ্টি করবে, না গতানুগতিক পথে হাঁটবে সেটি নিয়ে নানামুখী আলোচনা চলছে।

গতানুগতিক পথে যদি আওয়ামী লীগ হাটে তাহলে বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি হতে পারেন। কারণ, এর আগে স্পিকারকে রাষ্ট্রপতি করা হয়েছিলো। তবে শেষপর্যন্ত শিরীন শারমিন চৌধুরী যদি রাষ্ট্রপতি হন তাহলে স্পিকার কে হবে এবং আগামী জাতীয় সংসদের নির্বাচনের পর সংসদের যে অবয়ব হবে তাতে স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হিসেবে সামনে চলে আসবে। সেক্ষেত্রে শিরীন শারমিন গত দুটি সংসদে যে বিচক্ষণতা এবং যোগ্যতার পরিচয় দিয়েছিলেন তাতে তার বিকল্প হবে কিনা।

শিরীন শারমিন চৌধুরী যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হন তাহলে তিনি হবেন দেশের প্রথম নারী রাষ্ট্রপতি। এর আগে বাংলাদেশের কোন নারী রাষ্ট্রপতি হয়নি। তবে শিরীন শারমিন চৌধুরী যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ, আস্থাভাজন এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু স্পিকারের মত গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়ে তাকে এই মুহূর্তে রাষ্ট্রপতির মত আলংকারিক পদে দেয়া হবে কিনা, এটি একটি বিবেচনার বিষয়। তবে অনেকে মনে করছেন, সামনে নির্বাচনের আগে রাষ্ট্রপতিকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে এবং তার গ্রহণযোগ্যতা বেশি হতে হবে। এই কারণে কেউ কেউ মনে করছেন, শিরীন শারমিন চৌধুরীকে হয়তো রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়া হতে পারে। তবে আওয়ামী লীগের অনেকেই মনে করছেন যে, শিরীন শারমিন চৌধুরী বয়সে এখনো তরুণ। তাছাড়া সংসদে তিনি বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছেন। এজন্যই রাষ্ট্রপতি পদে বিকল্প কাউকে দায়িত্ব দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং সেক্ষেত্রে স্পিকার নয়, অন্য কাউকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেয়া হতে পারে।

অন্য কে রাষ্ট্রপতি পদে নিয়োগ পেতে পারেন এরকম আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন ড. মশিউর রহমান। অনেকেই তাক আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে মনে করছেন। ড. মশিউর রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মশিউর রহমান ছাড়াও রাষ্ট্রপতি হিসেবে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নাম আলোচনায় আছে। তিনি একজন নিরপেক্ষ এবং অত্যন্ত ন্যায়নিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তবে দলের বাইরে শেষ পর্যন্ত আওয়ামী লীগ যাবে কিনা, বিশেষ করে বিচারপতি শাহাবুদ্দিনের অভিজ্ঞতার পর আওয়ামী লীগ কোনো বিচারপতি বা দলের বাইরে সহানুভূতিশীল কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি করবেন কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

রাষ্ট্রপতির আলোচনায় আরও আছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। গওহর রিজভী এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। তবে তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে বর্তমান সরকার আন্তর্জাতিক চাপ মুক্ত হবে এবং বিশ্বের কাছে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে কেউ কেউ মনে করেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নামও রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছে। তবে শেষ পর্যন্ত কে রাষ্ট্রপতি হবে তা খুব শিগগিরই চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বা.ইন।

২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন