Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

নাটকে চার বছরের বিরতির কারণ জানালেন মিথিলা

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন নাটক দিয়ে। পরে পা রেখেছেন ওয়েব সিরিজ এবং সিনেমার জগতে। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। তবে বেশ কয়েক বছর ধরে ছোটপর্দায় তার উপস্থিতি নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানালেন, নাটকে কাজ না করার কারণ।


মিথিলা বলেন, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় টেলিভিশনের

নাটকে দেখা মিলছে না তার। তিনি বলেন, “প্রায় চার বছর টেলিভিশনের কোনো কাজ করছি না। তবে এর মানে এই নয় যে নাটকে আর অভিনয় করব না। আসলে গত কয়েক বছর ধরে যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি, সেগুলো আমাকে টানছে না। চরিত্রগুলোতে বৈচিত্র্য নেই, গল্পগুলো বেশ গতানুগতিক। অনেক সময় মনে হয়, এমন গল্পে আগেও কাজ করেছি। এই কারণেই মূলত নাটকে কাজ করা হচ্ছে না।”


নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রসঙ্গে মিথিলা বলেন, “টেলিভিশন নাটকে অভিনয়ের সময় একই ধরনের চরিত্র করেছি অনেকবার। পাশের বাসার মেয়ে বা প্রেমের গল্পের নায়িকা। তবে ওটিটি এবং সিনেমায় আসার পর ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। এটা আমার নিজের জন্যই নেওয়া একটি সিদ্ধান্ত।”


‘কাজলরেখা’ সিনেমা এবং ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে ভিন্নধারার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিথিলা। এই দুটি কাজের উদাহরণ দিয়ে তিনি বলেন, “একজন শিল্পী হিসেবে নিজেকে বিভিন্ন চরিত্রে দেখতে চাই। সেই চাওয়া থেকেই কাজলরেখা সিনেমায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করেছি। প্রথমে আমি নিজেও ভাবিনি এই চরিত্র করতে পারব। তবে শিল্পীর জায়গা থেকে ভেবেছি, এটা করা উচিত। আবার ‘অ্যালেন স্বপন’-এর শায়লা চরিত্রে আমার অভিনয় দেখে অনেকে বলেছেন, তারা ভাবেননি আমি এমন চরিত্রে এভাবে অভিনয় করতে পারব।”


সম্প্রতি মিথিলাকে নতুন কোনো কাজে দেখা যায়নি। কবে আবার শুটিংয়ে ফিরবেন, এ বিষয়ে তিনি বলেন, “দেশে বড় একটা পরিবর্তন এসেছে। সব মিলিয়ে গত দুই-তিন মাস কাজ নিয়ে কেউ সেভাবে ভাবেননি। তবে এখন আবার সিনেমা ও সিরিজ নিয়ে ভাবনা শুরু হয়েছে। আমারও কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে।”

২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন