রাজধানীর ভাটারা থানার নাশকতার মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে আড়াই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
রবিবার ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আতাউর রহমান, হেলাল ঢালি, লালন বেপারি, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, মো. জাকির হোসেন বেপারি, মো. জাকির
হোসেন বাগমার, মো. এরশাদ আলী খান, মো. মইজুল ইসলাম দর্জি, মো. আলী মিয়া।মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে পুলিশ বাদী এ মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ।
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫