Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে কুমিল্লায় এড. সেলিমসহ ৮ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
৮ ঘন্টা আগে শুক্রবার, মে ৯, ২০২৫
# ফাইল ফটো





শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম সেলিমসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


 বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে নগরীর দক্ষিণ চর্থা এলাকার নিজ বাড়ি থেকে অ্যাডভোকেট জহিরুল হক সেলিমকে গ্রেফতার করা হয়। তিনি জেলা জজ আদালতের সাবেক রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)।


গ্রেপ্তার

হওয়া বাকি ৭ জন হলেন সুবর্ণপুরের মৃত.  রফিকুল ইসলামের ছেলে মুমিনুল ইসলাম, দুলালপুর গ্রামের মনিরুল হকের ছেলে বায়োজিদ সরকার, সুরুজ মিয়ার ছেলে আবু সালাম, মৃত. কামরুজ্জামানের ছেলে একে এম নাছিরুজ্জামান, মৃত. আলি আকবরের ছেলে শাহজাহান, সফিকুল সিকদারের ছেলে ফাহিম, শাসন গাছা এলাকার  মমতাজ মিয়ার ছেলে কামাল হোসেন। তারা সবাই আদর্শ সদর উপজেলার বাসিন্দা।


আইনশৃঙ্খলা বাহিনী সূত্র  জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ মে) অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। এতে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কয়েকজন নেতা অংশ নেন। সেখানে কুমিল্লাজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করা হয়েছে।


কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

৮ ঘন্টা আগে শুক্রবার, মে ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন