Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

মস্কোতে বোমা বিস্ফোরণ, পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং বিবিসির লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, মস্কোতে একটি ইলেকট্রিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়েছিল, যা বিস্ফোরিত হয়ে ইগর কিরিলভকে

হত্যা করে।


আল জাজিরা জানায়, রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেসের (এনবিসি) প্রধান মঙ্গলবার একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বিস্ফোরণে নিহত হন।


বিবিসি জানিয়েছে, কিরিলভ যখন তার বাসভবন ত্যাগ করছিলেন, তখন স্কুটারে লুকানো বোমা বিস্ফোরিত হয় এবং এতে তিনি নিহত হন।


বার্তাসংস্থা রয়টার্সের ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত সোমবার, নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন