Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বাজেটে মূল করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বিভিন্ন পণ্যের ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত কিছুদিন পর জানা যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগামী বাজেটে মূল করের বিষয়গুলো আরও ভালোভাবে সমন্বয় করা হবে।


এদিকে, বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় কৃষি পণ্যের বিশেষ ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) কার্যক্রম বন্ধ করা হয়েছে। অর্থ উপদেষ্টা

জানান, এই ওএমএস কার্যক্রম জরুরি পরিস্থিতিতে চালু করা হয়েছিল। আপাতত এটি স্থগিত থাকলেও ভবিষ্যতে আবার প্রয়োজন হলে তা পুনরায় চালু করা হবে।


মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


অর্থ উপদেষ্টা বলেন, "ওএমএস কার্যক্রম আমরা খুব জরুরি ভিত্তিতে চালু করেছিলাম। এর জন্য বিশেষ বরাদ্দও দেওয়া হয়েছিল। এটি সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে প্রায় ৮ লাখের বেশি মানুষ এই কার্যক্রমের আওতায় এসেছে। আপাতত ডিসেম্বরে এটি স্থগিত করা হলো, কারণ বাজার মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতে যদি আবার জরুরি পরিস্থিতি তৈরি হয়, তখন এটি পুনরায় শুরু করা হবে।"


মানুষ মূল্যস্ফীতির চাপে রয়েছে, এ অবস্থায় বিশেষ ওএমএস বন্ধ করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বর্তমানে এটি নিয়ে আমাদের কোনো বিকল্প পরিকল্পনা নেই। যদি পরিস্থিতি অব্যাহত থাকে, তখন হয়তো অন্য কোনো উদ্যোগ নেওয়া হবে।"


তিনি আরও বলেন, "এখনো সাপ্লাই চেইন ব্রোকারদের হাতে। মোকাম থেকে পণ্য আনার ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে এটি সরবরাহের ঘাটতি নয়, বরং পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাপ্লাই চেইন ম্যানিপুলেশন। সাম্প্রতিক সময়ে চালের দাম কিছুটা কমেছে। অন্যান্য পণ্যের দামও মোটামুটি সহনীয় অবস্থায় রয়েছে।"


ওএমএস বন্ধ করার কারণ সম্পর্কে তিনি বলেন, "এটি দিয়ে দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। ভর্তুকির কারণে অনেক সময় আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিরাও লাইনে দাঁড়ায়।"


ভ্যাট বৃদ্ধির প্রেক্ষাপট নিয়ে প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, "কী প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কিছুদিন পর জানা যাবে। বাজেটের সময় আমরা মূল কর কাঠামোর বিষয়গুলো আরও ভালোভাবে সমন্বয় করব।"


বৈঠকে ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ উপদেষ্টা জানান। তিনি বলেন, "সরকারের পর্যাপ্ত মজুদ না থাকলে বেসরকারি ব্যবসায়ীরা সারের দাম বাড়িয়ে দেয়। তাই সারের মজুদ নিশ্চিতে আমরা প্রয়োজনীয় অনুমোদন দিয়েছি। এছাড়া পল্লী বিদ্যুতের কিছু বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"


উল্লেখ্য, গত ১৫ অক্টোবর কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিশেষ ওএমএস কার্যক্রম চালু করা হয়। এতে ৮ লাখের বেশি মানুষ সরাসরি উপকৃত হন। বিশেষ ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে আলু, ১৩০ টাকায় এক ডজন ডিম, ৭০ টাকায় এক কেজি পেঁয়াজ এবং ৫০ টাকায় এক পিস লাউ বিক্রি করা হয়।

২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন