মিসরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৯ জন।
বুধবার রাজধানী কায়রো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খরগা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের
এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ২৬টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। এই অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধারের পর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫