Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

মীরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকানঘর পুড়ে ছাই

ডেইলি বাংলাদেশ মিরর
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে আগুনে পুড়ে ৩০ দোকানঘর ভস্মিভূত হয়েছে।

বুধবার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে জোরারগঞ্জে বাজারের জে.বি স্কুল সংলগ্ন প্রজেক্ট রোড (তেমুহানী) এলাকায় ইদ্রিচ বলী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ৩০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের

৩টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় ১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি প্রসার কান্তি বড়ুয়া।

ক্ষতিগ্রস্ত ফার্ণিচার ব্যবসায়ী জামশেদ আলম জানান, ওয়ার্কশপের ওয়েল্ডিংয়ের মেশিনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমার দোকানসহ ৩০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে আমার ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মোঃ মঞ্জু জানান, ৮ লক্ষ টাকা ঋণ করে সাউন্ড সিস্টেম কিনেছিলাম এখন আমার সব শেষ।

এ বিষয়ে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার জানান, অগ্নিকান্ডের খবর শুনে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সাথে কাজ করেছি। আগুনে পুড়ে ফার্ণিচার, ফার্মেসী, সাউন্ড সিস্টেম, কুলিং কর্ণার, মোটর সাইকেল সার্ভিসিং, থাই এ্যালুমিনিয়াম, মেকানিক, টেইলার্স দোকানসহ মোট ৩০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগীতা করবো।

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন