ঈদের পর নয়া অধ্যায়ে প্রবেশ করছে বাংলাদেশের রাজনীতি। একদফা আন্দোলনে সর্বাত্মকভাবে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যদিও অতীতে দলটির ঈদের পর আন্দোলন নিয়ে অনেক ট্রল হয়েছে। বিএনপি নেতারা এবার সিরিয়াস। সরকারের পতন ছাড়া অন্য কোনো দাবিতে বিএনপি আর আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার তিনি এ তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে,
জুলাই মাসেই বিএনপি এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। যুগপৎ আন্দোলনে সক্রিয় অন্যদলগুলোও এক দফা আন্দোলনে নামছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামার চেষ্টা করছে জামায়াতও।বিএনপির কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে গত কয়েক মাস ধরে পুরোদমে শান্তি সমাবেশ করে আসছে আওয়ামী লীগ। সামনের দিনগুলোতে এ কর্মসূচি আরও জোরদার করা হবে।
জুলাইয়ের মাঝামাঝি ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
গুরুত্বপূর্ণ ওই সফরে নেতৃত্ব দেবেন স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। ওই প্রতিনিধিদলে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র নামও রয়েছে। বাংলাদেশ সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে চলমান রাজনৈতিক সংকটের সুরাহার পথ খোঁজা হতে পারে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও সহসাই ঢাকা সফর করতে পারে। মাঠ এবং কূটনীতির টেবিলে বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জুলাই মাস।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫