Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

লরি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ময়মনসিংহের ফুলপুরে লরি ও মোটরসাইকেল সংঘর্ষে শান্ত নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শান্ত ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা (ইন্দিরাপাড়) গ্রামের সাইদুল হকের ছেলে ও ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানা যায়, ফুলপুর বাসস্ট্যান্ডে ইফতার করে শান্ত

মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে ঢাকা-হালুয়াঘাট সড়কে ফায়ার সার্ভিস অফিসের সামনে কাঠভর্তি একটি লরির সাথে শান্তর মোটরসাইকেলটি ধাক্কা খায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, শান্তর লাশ বাড়িতে আনা হয়েছে। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন