Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

কুকুর বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ গেলো চালকের

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

চুয়াডাঙ্গার দর্শনায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মুন্না (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবীর জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার মো. লাল্টুর ছেলে মুন্না বাড়ি থেকে প্রাইভেট কার চালিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। এ সময় দর্শনা পাড়ার কাছে পৌঁছালে একটি কুকুরকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের নিম

গাছে ধাক্কা খায়।

এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন