কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর গাড়ি বহরে হামলা চালিয়ে ৩টি গাড়ি ভাঙচুর করে নৌকা সমর্থকরা।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টায় চান্দিনা পৌরসভার ছায়কোট মৃধা বাড়ির সামনের সড়কে ওই হামলার ঘটনা ঘটে।
তবে মুনতাকিম আশরাফ টিটুর গাড়িটি অক্ষতা রয়েছে।
পৌরসভার ৭ নং ওয়ার্ডে ছায়কোট
গ্রামে প্রচারণা শেষে চান্দিনা উপজেলা সদরের ফেরার পথে নৌকার স্লোগান দিয়ে নৌকার সমর্থকরা ওই ভাঙচুর চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হয়।এ বিষয়ে জানতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোরশেদের মুঠ ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
২১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫